প্রিয়জন সাহিত্য পরিষদের ২০২০-২১ নব নির্বাচিত পূণাঙ্গ কমিটি || দৈনিক বজ্র নিউজ
নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় সাহিত্য সংগঠন "প্রিয়জন সাহিত্য পরিষদ, বাংলাদেশ" এর দুই বছর মেয়াদী পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ কাল দুই বছর , ০৩ মার্চ ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে। নব নির্বাচিত কমিটির মাধ্যমে ভেঙে দেয়া হলো পূর্ব কমিটি। এবারের কমিটিতে এসেছে নতুন মুখ। মূলধারায় এসেছে পরিবর্তন, সংশ্লিষ্ঠদের আশা এই নব কমিটি সংগঠনটির লক্ষ্য অর্জনে পূর্বের চাইতে বেগবান হবে। এবারের কমিটিতে উচ্চ পর্যায়ে নতুন মুখ দেখা যাচ্ছে। এদের মধ্যে কয়েকজন এর পূর্বে সংগঠনটির কমিটির সঙ্গে সংশ্লিষ্ঠ ছিলো না। এদের একজন হচ্ছে নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। পূর্ব কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সাদীকে নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠাকালিন থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক পদে এর আগে কোন পরিবর্তন হয়নি। তবে এবারের পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে দৈনিক বজ্রকে সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, দীর্ঘ দিন এই পদে কোন পরিবর্তন হয়নি, এবং পূর্ব কমিটির সাধারণ সম্পাদক প্রয়োজনীয় সময় দিতে অপারগ বিধায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন সাধারণ সম্পাদক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আশাবাদী নতুন যেনি সাধারণ সম্পাদক হবেন, তিনি অবশ্যই সংগঠনটির জন্য অধিক তৎপর হবেন , এবং সংহঠনটির এগিয়ে নিতে তিনি অধিক আন্তরিক হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তবে সেক্রেটারি পদের মতো গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আনয়নের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রতিষ্ঠাতা বলেন, নতুন সেক্রেটারি অবশ্য যোগ্য হবেন , আর যোগ্য হলে সংগঠনে কে নতুন পুরাতন সে প্রশ্ন তুলো অবান্তর। তবে কোন কারণে যদি পরবর্তিতে কোন পদস্থ ব্যক্তি অনুপযুক্ত বলে বিবেচিত হয় তবে সংগঠনটির তাকে বিনা জবাবদিহিতায় অব্যহতি দেয়ার ক্ষমতা সংরক্ষন করে। দীর্ঘ উপদেষ্টা পরিষদ ও বহুল সভাপত্তিতে নতুন কমিটি কত টুকু যোগ্য তা এখন দেখার বিষয়। রুনা, বিপ্লব ও জহিরুলের কমিটিকে নিয়ে আশাবাদী সংগঠনটির অন্য সদস্য হাসান মাহমুদ বজ্র। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন সুস্থ্য সাহিত্য চর্চার কর্মসূচিতে রুনার কমিটি অবশ্যই যোগ্যতার প্রদর্শন করবে। অনলাইন সংগঠন থেকে মূলধারার সংগঠনে আনয়নের জন্য রুনা, বিপ্লব ও জহিরুলের কমিটি অবশ্যই অধিক তৎপর হবে। নতুন কমিটি নিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি প্রিয়জনকে অনলাইন সংগঠন থেকে বের এনে মূলধারার সাহিত্যের সাথে মিশিয়ে দিতে সক্ষম হবে। সংগঠনটি নীতিমালা অনুযায়ী দুই বছর মেয়াদী এই কমিটিতে নিন্মরূপ
প্রতিষ্ঠাতা ও
প্রধান নির্বাহী – মোসলেহ উদ্দিন
*প্রধান উপদেষ্টা ও
অর্থ ও পরিকল্পনাকারী – মোঃ অাব্দুল্লাহ
উপদেষ্টা – অাইয়ুব অালী মাদবর
উপদেষ্টা – রুহুল আমিন সাদি
উপদেষ্টা – মিনু অাহমেদ
উপদেষ্টা – সার্জেন্ট সোলায়মান চৌধুরী
উপদেষ্টা – ইমামুল রানা
উপদেষ্টা – রুবী শামসুন নাহার
*প্রধান সমন্বয়ক – শামীমা নাসরীন
সমন্বয়ক – হাসান মাহমুদ বজ্র
*সভাপতি – রুনা অাক্তার স্বপ্না
নির্বাহী সভাপতি – বিপ্লব সাহা
সিনিয়র সহ-সভাপতি – অারেফিন শিমুল
সহ-সভাপতি – শিমুল ভূঁইয়া
সহ-সভাপতি – মাহমুদা বেগম সিমু
সহ-সভাপতি – শেফালী হোসেন
সহ-সভাপতি – নিলুফা ইয়াসমিন
সহ-সভাপতি – রানী অনিতা
*সাধারণ সম্পাদক – জহিরুল হক বিদ্যুৎ
সিনিয়র যুগ্ম-সাধারণ
সম্পাদক – জায়েদুর রহমান মাসুম
যুগ্ম-সাধারণ সম্পাদক- রিয়াদ সৈয়দ
যুগ্ম-সাধারণ সম্পাদক- শ্যামল অঞ্জণ বণিক
যুগ্ম-সাধারণ সম্পাদক- মো. হানিফ
যুগ্ম-সাধারণ সম্পাদক- অাশিকুর রহমান নিবিড়
যুগ্ম-সাধারণ সম্পাদক- বিউটি আক্তার
*সাংগঠনিক সম্পাদক – শারমিন নাহার রিটা
*দপ্তর সম্পাদক – রবিউল হাসান
*প্রচার ও প্রকাশনা
সম্পাদক – জাহিরুল হক খান বিপ্লব
*ক্রিয়া ও সংস্কৃতি
সম্পাদক – হাফিজুর রহমান অারজু
*ত্রাণ ও সমাজ কল্যাণ
সম্পাদক – জেসমিন অাক্তার
*যোগাযোগ সম্পাদক – অানোয়ার হোসেন
*পাঠাগার ও তথ্য বিষয়ক
সম্পাদক – কালন মোহাম্মদ বায়েজিদ
*শিক্ষা বিষয়ক
সম্পাদক – শ্যামলী ইসলাম
*মিডিয়া বিষয়ক
সম্পাদক – মাসুদ রানা অাখন
*অান্তর্জাতিক বিষয়ক
সম্পাদক – মো. এমরান
*সদস্য – এম এন নাহার
” – তোফায়েল তালুকদার
” – সুমি জাহিদ
” – মো. ইমরান হোসেন
” – পারভেজ রানা
” – শামী অারা পারভীন
” – মো. শহীদুল ইসলাম
নতুন কমিটিতে পুুুুরাতন কমিটির অনেকেই রয়েছেন, তবে সংগঠনটির নীতিমালা অনুযায়ী কোন পদাবনতি হয়নি, বিপরীতি পদন্নতি লক্ষণীয়। কমিটি থেকে চিটকে পড়েছেন কয়েকজন, তাল মিলিয়ে এসেছে নতুনরাও। তবে এখন যোগ্যতা দেখার অপেক্ষায়। সংগঠনটির প্রতিষ্ঠাকালিন সদস্য হাসান মাহমুদ বজ্র আশাব্যক্ত করে বলেন, কবি রুনা আক্তার স্বপ্নার কমিটি শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষনা করবে বলে আশা করছি। এবং নতুন সেক্রেটারি জহিরুল হক বিদ্যুৎ তা বাস্তবায়ণে পূর্ণ সচেষ্ট থাকবে বলে মনে হয়। নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন কমিটির সকল সদস্য অবশ্যই যোগ্যতার প্রদর্শন করবে।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক বজ্র নিউজ
০৫ মার্চ ২০২০ ইং
Comments
Post a Comment