মাসিক বজ্র || শাহরে-রমাজান-২০১৯|| বিশেষ সংখ্যা || প্রসঙ্গ আলোচনা


নারী ও পুরুষের পার্থক্যঃ-

 শেখ শাহ্ জামাল আহমদ

_____________________________
১/নারী মা হতে পারেন -পুরুষ হতে পারেন বাবা।
২/নারীদেহ নরম কোমল-পুরুষদেহ শক্ত কঠিন।
৩/নারী গৃহিণী -পুরুষ তা হতে পারে না।
৪/নারী দুধ দান করেন-পুরুষ এতে অক্ষম।
৫/নারীর রয়েছে নারীত্ব -পুরুষের পুরুষত্ব।
৬/নারীর মগজ কম-পুরুষ তার দ্বিগুণ।
 ৭/নারী মমতাময়ী -পুরুষ তা নয়।

নারী পুরুষ বিপরীত ধর্মী চুম্বকপাথরের মত পরস্পর কে আকর্ষণ করে।এটাই তার ধর্ম।
এবার আমি যদি বলি নারী ও পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই তা হলে কি আপনি তা মেনে নেবেন?আমি যদি বলি নারী পুরুষ সমান আর আপনি ও তা মেনে নিলেন।আসলে সঠিকটি কি?আমরা যদি তা উপলব্ধি না করে কোন সমস্যার সমাধান খুঁজি তবে আদৌ কি কোন সমাধান আসবে?প্রশ্নাবলী লিখছি সঠিক উত্তরের আশায়।
আপনি যখন বলেন মা,বোন তো সবারই আছে তখন আমার হাসি পায়।
কেন জানেন? মা বোন থাকবে না কেন? মা, বোন, ভাগনী, মেয়ে, খালা,মামী,নানী,চাচী,দাদী,শাশুরীমা সবাইতো আমার ঘরে আছে।আর আপনার যারা আছে ওরা সবাইতো যে কেউ আমার স্ত্রী হতে পারেন। আপনার যারা আছেন উনারাতো আপনার। আমার যারা আছেন উনারা আমার।আপনার স্ত্রী যেমন আমার নয়- ঠিক তেমনই আপনার মা ও আমার মা নয়।তবে হ্যাঁ ভাবতে পারি কিন্তু এটা আসলে ভাবনাই রয়ে যাবে বাস্তবটি আসলে কি?আপনার বোনকে আমি বোন বলে পাশে টেনে নিতে পারি না, মা কে ও মা বলে পাশে নিতে পারি না, এটা কি টিক হবে?তর্ক নয় সঠিক উত্তর আমার কাম্য।এ কথা গুলো বলছি কেন?তা ও আপনার মনকে প্রশ্ন করেই উত্তরটি জানাবেন।কেহ কেহ বলতে শুনি আমি কোন ধর্মই মানি না মনব ধর্ম মানি। আপনি কি বাদ দিতে পারবেন চুম্বকের এই বিপরীত মেরুকে পরস্পরের আকর্ষণ করা থেকে? একটা জড় পদার্থকে ধর্ম দিয়ে সৃষ্টি করা হয়েছে যা সে বাদ দিতে পারে না।আর আমরাতো মানুষ, আমরা কি ভাবে বাদদিতে পারি আমার জানা নেই।এটা কোন যৌক্তিক বা সঠিক বলে আমি মনে করি না।এটা সম্ভব নয়, প্রত্যেকেরই তার ধর্মই নিয়ে চলছে। আকর্ষণ সে করবেই। তাই এদের পরস্পর কে সমান দূরত্বে অবস্থান করতে হয়।ঠিক নারী পুরুষ ও তাই।চন্দ্র সূর্য আকাশের তারকারাজি বলেন আর মঙ্গল গ্রহই বলেন সবাই কিন্তু তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে। আজ মানব জাতি হয়ে আমরা নিজেদের কক্ষপথে চলতে সাচ্চন্দ বোধ করছি না।আবার শান্তি কামনা করছি তা কতটুকু সম্ভব?

মাসিক বজ্র।।

Comments