মাসিক বজ্র|| রমজানের বিশেষ সংখ্যা || শাহরে-রমজান || রমজান বিষয়ক আলোচনা||
সিয়াম সাধনায় সামাজিক অবক্ষয়
মোঃ সেলিম হোসেন
ইসলামের পাঁচটি স্তম্ভ বা ভীত রয়েছে। রোজা তৃতীয় স্তম্ভ। মুসলমান দের জন্য রোজা মহান আল্লাহ পাকের এক বিশেষ রহমত ও দান। আল্লাহ পাক যেমন ইজ্জতের অধিকারী রোজাও মুসলমান দের কাছে তেমন ইজ্জত বহন করে। কারণ যত প্রকার ইবাদত রয়েছে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জত সবকিছুর বদলা ফেরেস্তাদের মাধ্যমে দিবেন আর রোজার বদলা সয়ং আল্লাহ দান করবেন। এতে স্পষ্ট প্রতিয়মান হয় যে রোজা অত্যন্ত সম্মান ও ইজ্জতের এবং অবশ্য পালনীয় ইবাদত। কিন্তু পরিতাপের বিষয় যে আজকে মুসলিম জাহানে রয়েছে অসংখ্য নাম মাত্র মুসলমান। যারা ধর্মীয় বিধি বিধানের কোনো তোয়াক্কা করে না বরং অবলীলায় বিধর্মীদের মত আচরন করে যাচ্ছে। পবিত্র রমজানে যেখানে বিধান হচ্ছে দিনের বেলা অর্থাৎ সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে সকল প্রকার পানাহার এবং শারিরীক ও মানসিক সংযম রক্ষা করা, সেক্ষেত্রে তারা নানা অজুহাতে চালিয়ে যাচ্ছে রোজার বিরুদ্ধ এসব কাজ।
অন্যদিকে সামান্য মুনাফার লোভে ভণ্ড মুসলিম ব্যবসায়ীগন পর্দা খাটিয়ে দিনের বেলা হরদম চালিয়ে যাচ্ছে খাবারের দোকানগুলি। এ যেনো এক অমুসলিম চর্চা। এহেন হীন দৃশ্য দেখে আলেম ওলামাগনও নিরব ভুমিকা পালন করছে। এলাকার গন্য মান্যরাও যেনো চোখে পর্দা আর মুখে তালা লাগিয়ে বসে আছেন। প্রশাসনের লোকেরাও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বাংলাদেশের মত ইসলামী রাষ্ট্রে অবমাননা করা হচ্ছে পবিত্র রমজানকে।
এমন অরাজক অবস্থার পিছনে যে সমস্ত বিষয় রয়েছে তা হলো,
১। মানুষ মানুষের প্রতি সম্মান ও স্রদ্ধাবোধের অভাব।
২। স্থানীয় গ্রহন যোগ্য ব্যক্তিবর্গের নিষ্ক্রিয় আচরন।
৩। তথাকথিত ইসলামী জঙ্গী গোষ্ঠির প্রভাব।
৪। ধর্মীয় জ্ঞান ও সচেতনতার অভাব।
এমন অবস্থায় হে মুসলিম তোমরা জাগ্রত হও এগিয়ে চলো মুসলমানের ঝাণ্ডা হাতে। সংঘাত নয় , সন্ত্রাস নয়, তোমার মধুমাখা বানী আর ক্ষুরধার বুদ্ধি দিয়ে পদানত কর ইসলামের পরিপন্থী সকল অন্যায় ও ব্যভিচার।ইসলামের পাঁচটি স্তম্ভ বা ভীত রয়েছে। যোজা তৃতীয় স্তম্ভ। মুসলমান দের জন্য রোজা মহান আল্লাহ পাকের এক বিশেষ রহমত ও দান। আল্লাহ পাক যেমন ইজ্জতের অধিকারী রোজাও মুসলমান দের কাছে তেমন ইজ্জত বহন করে। কারণ যত প্রকার ইবাদত রয়েছে হাশরের মাঠ আল্লাহ রাব্বুল ইজ্জত সবকিছুর বদলা ফেস্তাদের মাধ্যমে দিবেন আর রোজার বদলা সয়ং আল্লাহ দান করবেন। এতে স্পষ্ট প্রতিয়মান হয় যে রোজা অত্যন্ত সম্মান ও ইজ্জতের এবং অবশ্য পালনীয় ইবাদত। কিন্তু পরিতাপের বিষয় যে আজকে মুসলিম জাহানে রয়েছে অসংখ্য নাম মাত্র মুসলমান। যারা ধর্মীয় বিধি বিধানের কোনো তোয়াক্কা করে না বরং অবলীলায় বিধর্মীদের মত আচরন করে যাচ্ছে। পবিত্র রমজানে যেখানে বিধান হচ্ছে দিনের বেলা অর্থাৎ সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে সকল প্রকার পানাহার এবং শারিরীক ও মানসিক সংযম রক্ষা করা, সেক্ষেত্রে তারা নানা অজুহাতে চালিয়ে যাচ্ছে রোজার বিরুদ্ধ এসব কাজ।
Comments
Post a Comment