মাসিক বজ্র || শাহরে রমাজান-২০১৯ || বিশেষ সংখ্যা || প্রবন্ধ ||
চরিত্রেই মানুষের পরিচয়
সৈয়দুল ইসলাম
চকচক করলে যেমন সোনা হয়না,তেমনি আভিজাত্য, বংশগৌরব, অঢেল ধন-সম্পদ এবং দামি পোশাক-পরিচ্ছদ দ্বারা নিজেকে জাহির করলেও সমাজে গুণী ও আদর্শবান ব্যক্তি হিসেবে স্বীকৃতি ও সম্মান পাওয়া যায় না।
বাহ্যিক চাকচিক্যে নয়, কোন বস্তুর প্রকৃত পরিচয় বহন করে তার গুণে। শিক্ষাদীক্ষা, কর্ম, আদর্শ এবং আচার-আচরণেই প্রকৃত মানুষের পরিচয় পাওয়া যায়।স ত্যিকারের গুণী ও আদর্শবান ব্যক্তিরা,
ঢাক-ঢোল পিটিয়ে কিংবা চাকচিক্যময় পোশাক পরিধান করে নিজের মহত্ত্বকে প্রচার করেন না। মানুষের চরিত্রেই তার আসল রূপ ধরা পড়ে । স্বভাবে এবং কর্মগুনে সুন্দর মানুষই প্রকৃত সুন্দর হয়।
চিহ্নিত দুর্বৃত্ত মাথায় টুপি পরলেই যেমন ধার্মিক হতে পারে না,
তেমনি কোনো ধনবান নির্গুণ ব্যক্তি দামি পোশাক পরিধান করলেই সমাজে মর্যাদাবান হতে পারেন না। মানুষের আসল পরিচয় তার চারিত্রিক সৌন্দর্যে নিহিত, বাহিরের জৌলুস বা চাকচিক্যে মানুষ নয়।
মিথ্যা দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না, সত্য যে বিস্ফোরিত হয় তা বলার অপেক্ষা রাখে না। স্বভাব অনুযায়ী যার যার প্রকৃত চেহারা সমাজে উদ্ভাসিত হবে এটাই সৃষ্টির খেলা।
কী পাবো? আর কীবা আছেই এই ভবে? তাই আসুন, হিংসা-বিদ্বেষ এবং অহংকারী খোলস পাল্টে দিয়ে জীবনকে বদলে দেই।
পরোপকারে নিজেকে উৎসর্গ করি, সমাজে ভালো ও মহৎ মানুষ হওয়ার জন্য কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখি।
Comments
Post a Comment