মাসিক বজ্র || একাদশ সংখ্যা || আগষ্ট-২০১৯ || ঈদুল-আযহা || ছোটগল্প বিভাগ ||
হাফিজার নতুন জামা
আব্দুর রাজ্জাক
ছোট্ট মেয়ে হাফিজা,বয়স ৮ বছর।বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে।তার মা গৃহিণী ও বাবা বিদেশে কাজ করেন।সামনে ঈদ এসেছে তার সকল বন্ধুরা ঈদের নতুন জামা কিনেছে।হাফিজা একদিন মা কে বলছে-
-মা মা তুমি বাবা কে বলছো না কেনো,আমি যে একটা নতুন জামা নিবো!সেই কতোদিন হলো জামা কিনে দিয়েছিলো বাবা।গত রমজানের ঈদে তুমি বলেছিলে কুরবানির ঈদে আমাকে সুন্দর একটা জামা কিনে দেবে।
হাফিজার এমন কথা শুনে তার মায়ের চোখে জল নেমে এলো।নানান ছলে হাফিজাকে বুঝিয়ে বলছেন তার মা।কিন্তু হাফিজা কিছুই শুনছে না।নতুন জামা একটা নিবেই হাফিজা।সন্ধ্যা নেমে এলো রাতের খাবার খেয়ে হাফিজা ঘুমিয়ে পড়লো মায়ের পাশে।রাত ঠিক ১২টায় হঠাৎ ফোন বেজে উঠলো।হাফিজার মা দেখলো হাফিজার বাবা ফোন করেছে।তার মা তখন ফোনটি নিয়ে বাহিরে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে।ঠিক তখনি হাফিজার ঘুম ভেঙ্গে গেলো,হাফিজা শুনতে পেলো মা কাঁদছে বাহিরে বসে হাফিজা তখন মায়ের কাছে না এসে দরজার পাশে দাঁড়িয়ে মায়ের কান্না ও কথা শুনছে।মায়ের কান্না শুনে হাফিজা বুঝতে পেলো বাবা কষ্টে আছে।কিছুক্ষণ পর হাফিজার মা বলছে -
তুমি ফিরে এসো দেশে,সাহেবের দেশে কাজ করে সঠিক মূল্যে টাকা পাবেনা তুমি,ফিরে এসো দেশে।আজ তোমার মেয়ে আমাকে বার বার বলে একটা নতুন জামা কিনে দিতে।গত ঈদে বলেছিলাম এই ঈদে কিনে দিবো, কিন্তু তুমি বিদেশ থেকে কোন টাকা পাঠাতে পারেনি ৪মাস হচ্ছে।মেয়ের মুখের দিকে তাকাতে পারিনা ঠিক মতো।ওর বন্ধুরা নতুন নতুন রং বাহারি জামা কিনেছে।কিন্তু আমাদের পরিবার যে খেয়ে না খেয়ে চলছে আর জামা কি করে কিনে দিবো!তুমি ফিরে এসো দেশে।
এই কথা বলে হাফিজার মা আরও জোরে কাঁদতে লাগলো।দরজার পাশে দাঁড়িয়ে হাফিজাও কেঁদে কেঁদে আবারও শুয়ে পড়লো।সকাল হলো হাফিজা মায়ের কাছে আসতেই মা বলছে-
-শুনো হাফিজা,তোমার নানা বাড়ি কাল যাবো সেখানে গিয়ে তোমার নানার কাছ থেকে টাকা নিয়ে তোমাকে নতুন জামা কিনে দিবো।
হাফিজা তখন বলছে-
-না মা আমি জামা নিবো না,আমার যে জামা গুলো আছে সে গুলো দিয়ে এবারের ঈদ কেটে দিবো।
হাফিজার এমন কথা শুনে হাফিজার মা হাফিজাকে বুকে জড়িয়ে ধরলো।
ঈদ ঘনিয়ে এলো সবার মুখে হাসি ফুটলো।হাফিজা নতুন জামা পেতে মা কে আর কিছু না বলে একা একা পুকুর পাড়ে বসে রইলো।হঠাৎ মা এলো হাফিজাকে নিয়ে ঘরে গেলো।আর বললো-
-হাফিজা তোমার নানা এসেছিল তোমার জন্য নতুন জামা নিয়ে।এই বলে হাফিজার হাতে নতুন জামা দিলো তার মা।নতুন জামা পেয়ে হাফিজা খুশিতে মা কে জড়িয়ে ধরে দুই গালে চুমো দিয়ে মা কে বললো আমি খুব খুশি হয়েছি মা,নতুন জামা পেয়ে।
আব্দুর রাজ্জাক
নওগাঁ, রাজশাহী,বাংলাদেশ।
Comments
Post a Comment